হাটহাজারীতে থ্যালাসেমিয়া কেয়ার নিয়ে আলোচনা সভা

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

থ্যালাসেমিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আয়োজন করে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং বিভাগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। প্রধান বক্তা ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ্‌। আলোচনায় থ্যালাসেমিয়া ও জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা দিক তুলে ধরেন চিকিৎসকেরা। বিশেষ করে উপজেলা পর্যায়ে রোগীসেবার বিস্তৃত প্রসারে চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সাজিনাজ হাসপাতালের পক্ষ থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিফ মেডিকেল অফিসার ডা. শঙ্খ গ্রীব সরকার, থ্যালাসেমিয়া ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগের মেডিকেল অফিসার ডা. ফরিদ উন রিফাত। আলোচনার পর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারী চিকিৎসক ও অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ থাকলে সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না
পরবর্তী নিবন্ধজামায়াতের আমীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল