হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সরকারি শিশু পরিবারের ত্রিশ লাখ টাকা মূল্যের আড়াই হাজার বর্গফুট সরকারি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন থেকে একটি মহল সরকারি এ বিপুল পরিমাণ জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে রাখে। বিষয়টি অবহিত হয়ে গতকাল সোমবার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারের বিপুল পরিমাণ সরকারি জায়গা একটি মহল দখল করে ভোগ করে আসছিল। অভিযানে তা দখলমুক্ত করা হয়। এছাড়া সোমবার সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ফরহাদাবাদ ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান আলী আকবর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।