হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসির মাহফিল শুরু আজ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

আলআমিন সংস্থার উদ্যোগে আজ বুধবার দুপুর ২টা থেকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। কল্যাণমুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত উত্তর চট্টগ্রামের বৃহৎ এই তাফসীর মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন।

অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী, মুফতি রশিদুর রহমান ফারুক, আল্লামা মামুনুল হক। মুফাসসির হিসেবে থাকবেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মাহমুদ হাসান বাবুনগরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী ও হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

আলোচক থাকবেন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী হারুন ইজহার চৌধুরী, মাওলানা রেজাউল করিম আবরার, মুফতী রাফি বিন মুনির, মাওলানা আনিসুর রহমান আশরাফী ও গাজী সানাউল্লাহ রাহমানী।

পূর্ববর্তী নিবন্ধচবি নারী শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকাল কুণ্ডেশ্বরী পূজা