আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আগামী ৩০, ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৌরসভার মাদ্রাসা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সংস্থার প্রধান কার্যালয়ে বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩০, ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর ৩দিনব্যাপী প্রতিদিন বেলা ২ টা থেকে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে।












