হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল গ্রামে এক অধ্যক্ষের ঘরে চুরি সংগঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ফতেয়াবাদ সিটি করপোরেশনের কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নইমুদ্দিন হাসান তিবরিজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া বাড়ির মালিকের নিকট আত্মীয় অধ্যাপক সৈয়দ শাহাজাহান জানান, নইমুদ্দিন হাসান তিবরিজী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। অধ্যক্ষের এক বোন বাড়িঘর দেখাশুনা করেন। গত বৃহস্পতিবার বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে রাতের কোন এক সময় কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা ও ঘরে রক্ষিত মূল্যবান মালামাল লুঠ করে নিয়ে যায় চোর।
লুন্ঠিত মালামালের মূল্য ২৫ লক্ষাধিক টাকা হবে ধারণা করা হচ্ছে। গতকাল পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরের রেখে যাওয়া কিছু আলামত উদ্ধার করে। এই চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি রুহুল আমীন সবুজ চুরির ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চুরির ঘটনা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছেন বলে জানান তিনি।












