হাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতর আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৯, ৩০ ও ৩১শে অক্টোবর অনুষ্ঠিতব্য ৩দিন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের পৌরসদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আল আমিন সংস্থার সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ।

তিনি সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো কুরআনের বাণীকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলা যাতে ঘরে ঘরে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে।

এই উপলব্ধি থেকেই আলআমিন সংস্থা আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক “তাফসীরুল কুরআন মাহফিল”। এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেমেউলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। তাঁদের গভীর তাফসীর, হৃদয়স্পর্শী বয়ান ও প্রজ্ঞাময় আলোচনা কুরআনের সঠিক মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সংবাদ, কলাম ও প্রতিবেদন এই মাহফিলের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা যেমন সত্য তুলে ধরে সমাজে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবন্দরে জাহাজে অগ্নিকাণ্ডের অনুকল্পে মহড়া