হাটহাজারীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গলায় রশি লাগানো অবস্থায় আসমান চৌধুরী ইয়াসিন (১৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বদল চৌধুরীর বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মাহাবুব আলম চৌধুরীর পুত্র। স্থানীয় ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ইয়াসিন গলায় রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তার ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মদুনাঘাট পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ এসে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোহাম্মদ নাছির।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড প্রদান