হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর জাতীয় মহিলা সংস্থা হাটহাজারীর চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভীর সভাপতিত্বে এই বৈঠক পরিচালনা করেন তথ্য কর্মকর্তা ঐন্দ্রিলা চৌধুরী। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা যে সকল কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ পরীক্ষা ও নির্ণয়, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, সেলাই প্রশিক্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, শিক্ষক মো মুজিব, সাইফুদ্দিন সাইফ, তথ্য কর্মকর্তা সহকারী শারমিন আক্তার, দিয়া চাকমা, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।