হাটহাজারীতে ডাকাতের গুলি, সেনা সদস্য আহত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ছয় দিনের ব্যবধানে ফের দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল শনিবার ভোররাতে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল সড়কের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়েছেন। তিনি মেখল এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায়, গত শনিবার ভোর রাতে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানে হিসেবনিকেশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী লোক দোকানের মালিক রাসেদকে জিম্মি করে দুইটি ক্যাশ বাঙের নগদ টাকা ও দামী সিগারেটসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা সদস্য সায়েম (ছোটভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে সিএমএইচ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

এদিকে হাটহাজারীতে ডাকাতি ও গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে। গত ১৯ এপ্রিল উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির মৃত আবদুল মোতালব শরীফের পুত্র নাজিম উদ্দীন শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের কোপে নাজিম মারাত্মকভাবে আহত হয়। এর আগে ১৮ এপ্রিল রাতে ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মাস্টারের বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের পাঁচটি গরু চুরি হয়ে গেছে। তাছাড়া গত ২০ এপ্রিল উপজেলার চারিয়া গ্রাম থেকে এক রাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধমে মাসে ৩ দিন করে দু’বার ছুটির ফাঁদ