হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঝিনু বড়ুয়া উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ঝিনু বড়ুয়া দেহ কয়েক খন্ড হয়ে যায়।
নিহতের ছেলে তপু বড়ুয়া দৈনিক আজাদীকে জানান, আমার মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় যখন ইচ্ছে তখন বাইরে হাটতে বের হয়ে যেতেন। ঘটনার দিনও সকাল সকাল তিনি ঘর থেকে বের হয়ে উল্লেখিত এলাকার রেল লাইনের দিকে চলে আসেন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
ঘটনাস্থলে আসা ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার দুপুর দেড়টার দিকে জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।