হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এবার যুবকের পা বিচ্ছিন্ন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১নং গেইট রেল গেইটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। আহত যুবকের নাম প্রাথমিকভাবে সোলাইমান বলে জানা গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ৭টায় চবির ১নং গেইট এলাকায় ২৪/২৫ বছর বয়সী এক যুবক রেল লাইন পারাপারের সময় নাজিরহাটগামী একটি ট্রেন ঐ যুবককে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান প্রাথমিকভাবে আহত যুবকের নাম সোলাইমান বলে জানা গেলে ও এই নামের ব্যাপারে তিনি পুরাপুরি নিশ্চিত নয় বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধ১২ দিন পর পজিটিভ শূন্য চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধযেদিকেই যাবেন সাপ আর সাপ