হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় রাফিয়া আক্তার (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোঃ ফারুক ( ২২) নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।
গতকাল বুধবার হাটহাজারী – অঙিজেন মহাসড়কের বড়দীঘির উত্তর পাড়া এলাকায় রাত আনুমানিক পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া চিকনদন্ডী ইউনিয়নের লালিয়াহাট হাজীপাড়ার এলাকার হোসেন মুহুরির বাড়ির মহিউদ্দিনের কন্যা। স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, নিহত রাফিয়া ও আহত ফারুক একই বাড়ির সম্পর্কিত চাচাতো ভাই বোন। বাড়ি থেকে রাতে মোটরসাইকেল যোগে চৌধুরিহাট বাজারে আসার সময় উক্ত স্থানে পৌঁছলে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাফিয়া নিহত হয়। মোটরসাইকেল চালক ফারুক গুরুতর আহত হলে তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করে। সড়ক দুর্ঘটনায় রাফিয়া আক্তারের মৃত্যু ঘটনা নিশ্চিত করেন নিহত ও আহতের প্রতিবেশি কাজী আলমগীর।












