হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. সজিব নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় রাতের আঁধারে কৃষি জমির টপ সয়েল কেটে ট্রাক যোগে নিয়ে যাওয়া হচ্ছে– এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে পাওয়া মো. সজিব নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, কৃষি জমির টপ সয়েল কাটা রোধে এ অভিযান অব্যাহত থাকবে।