হাটহাজারীতে টপসয়েল কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. খোকন নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত এগারটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকায় রাতের আঁধারে স্কেবেটরের সাহায্যে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র অভিযুক্ত মো. খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে অভিযানের সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

তবে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত স্কেবেটরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের জন্য চট্টগ্রাম জেলা দল চূড়ান্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ অধিনায়ক বললেন দেশের জন্য জিতে খুব ভালো লাগছে