হাটহাজারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত সংক্রান্ত একটি প্রতিবেদন গত শুক্রবার দৈনিক আজাদীতে প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অবহিত হয়ে তিনি গতকাল সেই ঝুঁকিপূর্ণ চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরোজমিনে পরিদর্শন করেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিযে এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করেন।