হাটহাজারীতে জেটিবি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের (৯নং ওয়ার্ড) জমশের তালুকদার বাড়িতে জেটিবি ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামাঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেটিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ দিদারুল আলমের আর্থিক সহযোগিতায় সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স আই চ্যারিটেবল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের একটি বড় টিম চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, চক্ষু পরীক্ষা, ঔষধ ও চোখের ড্রপ বিতরণ, চশমা বিতরণসহ চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও জনতা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ডায়াবেটিস পরীক্ষা এবং মেডিসিন ও নিউরো মেডিসিন সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. রায়হান আহমদ। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জেটিবি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডিশনাল এসপি ফরহাদ আহমেদ (ডিসিপ্লিন), চট্টগ্রাম মহানগর পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রফেসর শমশের আহমেদ মুন্না, ফিন্যান্স সেক্রেটারি খোরশেদুল আলম, সংগঠনে নেতৃবৃন্দ ইসমাইল হোসেন লাবু, ইমতিয়াজ, শহিদুল, মোস্তফা, রায়হান, শাকিল, আলফি, রকিব, মুবিন, হাফেজ মুমিন, হাফেজ মুনতাসীর, মুর্তজা, রিদয়, রাফি, রাফসান। এছাড়া ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শফিউল আজম বাবু, বর্তমান মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছেনোয়ারা বেগম। সমবায় অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. ইয়াছিন মিয়া, সাবেক মেম্বার নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুম-খুনের অবসান ঘটাতে ব্যালট বিপ্লবই একমাত্র কার্যকর পথ
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে বাস্তবতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো