হাটহাজারীতে জিপ বোঝাই সেগুন কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

 

 

হাটহাজারীতে বনবিভাগ অভিযান চালিয়ে জিপ বোঝাই সেগুন কাঠ জব্দ করেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার উদালিয়া এলাকার সবুজ টিলার উত্তর পাশ থেকে এই কাঠগুলো জব্দ করা হয়। জব্দ কাঠের মূল্য আনুমানিক এক লাখ টাকা।

হাটহাজারীর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে হাটহাজারী উপজেলার উদালিয়া সবুজ টিলার উত্তর পাশে অভিযান পরিচালনা করে জিপ (চট্টমেট্রোঘ ৬০৫৪) বোঝাই ৭২ টুকরো সেগুন ও আকাশমনি গোলকাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠসহ গাড়িটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যপারে বন মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা ও ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার ৪র্থ কেবিনেট মিটিং