হাটহাজারীতে মোটরসাইকেলের পেছনে জিপের ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। আর লোহাগাড়ায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গত শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. এমরান চৌধুরীর মৃত্যু হয়। এ ঘটনায় আরিফ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের পুত্র।
জানা যায়, রাত একটার দিকে এমরান চৌধুরী ও আরিফ বুড়িপুকুর পাড় এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছনে আসা কাঠ বোঝাইকৃত একটি জিপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। অহত আরিফ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রবিবার দুপুরে চারিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে এমরানকে মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার উপ–পরিদর্শক মো. শাহেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, গত শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলা পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোতে থাকা নারীসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় মাইক্রোর সম্মুখভাগের এক পাশে দুমড়ে মুচড়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












