বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : একইসূত্রে গাঁথা,এই প্রতিপাদ্যে হাটহাজারীতে দুইদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২১ উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম প্রমুখ। পরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শিক্ষা স্টল গুলো পরিদর্শন করেন নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমসহ অতিথিবৃন্দ।
মেলায় ১৭টি বিদ্যালয়,৩টি কলেজ ও ১টি মাদ্রাসা অংশগ্রহণ করেন।












