হাটহাজারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, মুজাহেদুল ইসলাম, প্রকৌশলী জয়শ্রী দে, সাইদা আলম, সোনাধন ত্রিপুরা প্রমুখ। সভায় দিবসটি উপলক্ষে এ বছর প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদানের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজয়ে শুরু কল্লোল ও নওজোয়ান গ্রীণের
পরবর্তী নিবন্ধপটিয়ার আশিয়ায় ৯ ওয়ার্ডে আ.লীগের কমিটি অনুমোদন