হাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’- এই স্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহানিয়া বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, শওকত আলম, আবুল মনছুর, আকতার হোসেন খান সুমন, মুজিবুর রহমান মুজিব, হারুনুর রশিদ, নুরুল আহসান লাভু, সালাউদ্দিন চৌধুরী, সরোয়ার মোর্শেদ তালুকদার, মো. শাহেদুল আলম, জয়নুল আবেদীন, মো. সরোয়ার, আব্দুল খালেক, মো. জাহেদ এবং সকল ইউনিয়ন পরিষদ সচিব ও উদ্যোগক্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধজাতীয় শ্রমিক লীগ উত্তর জেলার বর্ধিত সভা