হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জাগৃতির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সুরমা দল ২০ গোলে যমুনা দলকে, অপর খেলায় তিতাস হালদা ফুটবল দলকে ৩১ গোলে পরাজিত করে। বিজয়ী দুটি দলের পক্ষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়াহিদ ও আব্দুর রহমান শুভ। জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কালাম বাছিক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক কফিল উদ্দিন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন হাটহাজারী সরকারী কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন এনাম উদ্দিন রুবেল, নিজাম উদ্দিন চৌধুরী, এস..এম. আছলাম মোরশেদ, মো. লোকমান চৌধুরী, মো. জাফর, ফিরোজ মন্টু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফাইভ এ সাইড এশিয়া হকিতে বাংলাদেশ পঞ্চম
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন