হাটহাজারীতে জাগৃতির নির্বাচন সম্পন্ন

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির ২০২৫২৬ইং কার্যকরী সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৫ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক যাচাইবাছাই শেষে চূড়ান্ত ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বমোট ১৫ ক্যাটাগরির সম্পাদকীয় পদে নির্বাচন করেন ৩০ জন প্রার্থী। এতে নির্বাচিত হন সভাপতি: মোহাম্মদ ওসমান, সহসভাপতিমোহাম্মদ বখতিয়ার উদ্দীন, উপ সহসভাপতি সম্পাদকমো. তাজউদ্দীন খোকন, সাধারণ সম্পাদকমো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদকমো. জসিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদকসাইফ মো. মোরশেদ, অর্থ সম্পাদকমো. গিয়াস উদ্দীন, প্রকল্প বিষয়ক সম্পাদকমো: আব্দুল্লাহ আল মামুন টিপু, সাংগঠনিক সম্পাদকমো. আরিফুর রহমান, গনসংযোগ ও প্রচার সম্পাদকমিনহাজুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকইঞ্জিনিয়ার আজিজুল মুমিন, সমাজ কল্যাণ সম্পাদকমো. সাদ্দাম,পাঠাগার সম্পাদকমো. ইমরুল মোনাফ রিসাত, ক্রীড়া ও প্রমোদ সম্পাদকমোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী এবং মিলনায়তন সম্পাদকমো. মহিউদ্দীন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় জাগৃতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আহবায়ক এস এ এম আছলাম মোরশেদ ও যুগ্ম আহবায়ক মো. সহিদুল আজম সাহেদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি