হাটহাজারীতে জাগৃতির চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীর সেবামূলক সংস্থা জাগৃতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সংগঠনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান। সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডভোকেট ফরহাদ চৌধুরী। এ সময় কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেন। ‘ক’ গ্রুপে ১ম হতে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘উন্মুক্ত’, ‘খ’ গ্রুপে ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ এবং ‘গ’ গ্রুপে ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘বাংলাদেশের প্রকৃতি ‘বিষয়ে চিত্রাংকনে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বাস চাপায় মহিলার মৃত্যু
পরবর্তী নিবন্ধনবীন মেলার সভা