হাটহাজারীতে জমির টপ সয়েল কাটায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২ ব্যক্তিকে ১লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। গত শুক্রবার দিবাগত রাতে ও শনিবার ভোর রাতে উপজেলার ২নং ধলই ও ৩ নং মির্জাপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধলই ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদ অবহিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টপ সয়েল কাটার অপরাধে জনৈক আবু সাঈদ পিতা তৌহিদুল আলমে ৫০ টাকা ও মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে মো. মহিউদ্দিন, পিতা মৃত মোহাম্মদ আব্বাস সাং বালুখালীকে ১ লক্ষ টাকা, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি জমি রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে ও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বেপরোয়া বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধনিজেকে পরিশুদ্ধ করে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে