হাটহাজারীতে জনদুর্ভোগ লাঘবে রমজান ঢুকতেই এসি ল্যান্ডের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ৭:৩৬ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে যানজট নিরসনে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) বিকাল চারটার দিকে হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানে যানজট এড়াতে ফুটপাথে অবৈধ দোকান বা স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দামের উধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করা হয়।

এসময় বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং সড়কের উপর পণ্য রাখার দায়ে আবু সাইয়িদ, আব্দুল কুদ্দুস ও মো. হোসেন নামের তিন দোকানিকে তাৎক্ষণিক সাড়ে চার হাজার টাকা জরিমানা প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পৌরসভা ও ভুমি অফিসের কর্মকর্তা সহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।

জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধ ও জনদূর্ভোগ লাঘবে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআইবিডাব্লিউএফের বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমি উদ্যোগ চবিতে