হাটহাজারীতে ছয় ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখার দায়ে পৌরসভা এলাকায় ৬টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়।
গতকাল সোমবার বিকেলে উপজেলা বাসস্টেশন ও বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ঔষধ রাখা ও স্যাম্পল রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজকে ৩০ হাজার, হাটহাজারী মেডিকেল হাউজকে ১২ হাজার, বি আলম ফার্মেসিকে ৩০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসিকে ১০ হাজার, ফেরদৌস ফার্মেসিকে ৫ হাজার, আল মক্কা ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, ওষুধ প্রশাসনের আইন ভঙ্গের অপরাধে ৬টি ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধভেজাল খাদ্যে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
পরবর্তী নিবন্ধলিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিকের সন্ধান