হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার মো. রবিউল হোসেন জিসান নামে (২০) এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ফতেপুর ইউনিয়নের আলাওল দীঘির দক্ষিণ কোন থেকে তাকে আটক করা হয়েছে। সে মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোজাফফরপুর গ্রামের কেরামত আলী মাতব্বরের বাড়ির মো. সোহেলের পুত্র।
ঘটনায় ছিনতাইয়ের কবলে পড়া ওয়াহিদুল আলম (৩৬) বাদী হয়ে আটককৃত চারজনকে বিবাদী করে গতকাল থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ–পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান, গতকাল বৃহস্পতিবার চারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ফতেপুর ইউনিয়নের আলাওল দীঘির দক্ষিণ কোণে বাদীকে জীবন নাশের হুমকি দিয়ে তার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জিসান নামে এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃত জিসানকে গতকাল বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।