হাটহাজারীতে ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সম্মেলন

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:২৪ অপরাহ্ণ

সাম্প্রদায়িক অপগোষ্ঠী এদেশে অসাম্প্রদায়িক চেতনাকে নৎসাৎ করার কুমানসে বারে বারে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতন- নিপীড়ন ও গুম খুনের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। বর্তমান সরকার দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা এই উন্নয়নে যাত্রায় অংশীদারী হতে চাই। ছাত্র-যুব সমাজকে তাদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত ২৬ মার্চ হাটহাজারীতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ হাটহাজারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত উপরোক্ত কথাগুলো বলেন। হাটহাজারী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ বণিকের সভাপতিত্বে ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুব্রত বড়ুয়ার পরিচালনায় উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজন। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ঐক্য পরিষদের সহ-সভাপতি মাস্টার পরিমল কান্তি দে, যুগ্ম সম্পাদক সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, লায়ন অশোক কুমার নাথ, অলক মহাজন, এড. জনি দে, রঞ্জিত চক্রবর্তী, বিজয় দত্ত, লায়ন রিমন মুহুরী, সুজন তালুকদার, দিপক মজুমদার, জুয়েল দাশ, মিন্টু আচার্য্য। বক্তব্য রাখেন, বিশ্বজিৎ বড়ুয়া, বনানী মজুমদার, নিপু মালাকার, জগদীশ রুদ্র, পলাশ দে, এড. সুজন চৌধুরী, ডা. রাসেল নন্দী, প্রবীর চক্রবর্তী, রনি দাশ রকেট, রকি শীল প্রমুখ। ২য় পর্বে বিষয় নির্ধারণী কমিটি সর্বসম্মতিক্রমে পলাশ দেকে সভাপতি, লায়ন ডা. রাসেল নন্দীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে হাটহাজারী যুব ঐক্য পরিষদ এবং সুব্রত বড়ুয়াকে সভাপতি, এড. সুজন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে হাটহাজারী ছাত্র ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমতিলাল ঘোষ