হাটহাজারীতে ৫০ লিটার চোলাই মদসহ লিসা চাকমা (৩৭) নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম সার্কেল। গতকাল মঙ্গলবার উপজেলা ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকার খাগড়াছড়ি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউপির ৬নং ওয়ার্ডের কাবারী টিলা বড়াম গ্রামের মৃত নবীন কুমার চাকমার কন্যা।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাটহাজারী সার্কেলের উপ পরিদর্শক শফিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকার খাগড়াছড়ি বাস সমিতির কাউন্টারের সামনে থেকে চট্টগ্রামগামী বিআরটিসি নামে একটি চেয়ার কোচের সিটে লিসা চাকমার ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মহিলার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।