হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করে। গত শুক্রবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অপর এক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক আলমগীর হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে হাটহাজারীর শিকারপুর ইউপির ৩ নং ওয়ার্ড থেকে মোহাম্মদ ওয়াশিমকে (২৫) ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াশিম ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মোহাম্মদ খুরশিদ মিঞার ছেলে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়।
এছাড়া অপর এক অভিযানে হাটহাজারীর দক্ষিণ বুডিশ্চর মান্নান কলোনির মো. আব্দুর রাজ্জাকের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুর নবীকে গ্রেপ্তার করে থানায় প্রেরণ করা হয়।