হাটহাজারীতে চেক জালিয়াতি মামলায় এসএম সোহেল (৩৮) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার হাটহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল উপজেলার পশ্চিম আলমপুর এলাকার সামছুল হুদার ছেলে। গত সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব–৭।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাটহাজারী থানার সিআর মামলা নং–২০০/২২, ধারা–এনআই এ্যাক্ট ১৮৮১–এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেলকে গত রোববার গ্রেপ্তার করে র্যাব। আসামি সোহেল তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলো।
হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।