হাটহাজারী রেঞ্জের আওতাধীন ভুজপুর এলাকা থেকে ১শ’ ৫০ ফুট গামারি চিরাই ও গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
গতকাল রবিবার(৩০ জানুয়ারি) দিবাগত রাতে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ-এর নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে হাটহাজারী স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় ডাম্পার ট্রাক (নেত্রকোনা ড- ১১-০০৩৫) সহ কাঠগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “রবিবার দিবাগত রাতে একটি ডাম্পার সহ দেড়শ’ ফুট গামারি চিরাই ও গোল কাঠ আটক করি যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।”