হাটহাজারীতে চার চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জনের মনোনয়ন ফরম বাতিল

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলায় তৃতীয় ধাপের ১৩টি ইউপি নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই পর্ব শেষ হয়েছে। ঋণখেলাপী ও মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ থাকায় উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ইসলামি ফ্রন্ট মনোনীত দলীয় প্রার্থী মো. সেকান্দর মিয়া, ৩নং মির্জাপুরে ইসলামি আন্দোলনের দলীর মনোনীত প্রার্থী মো. ওসমান গনী, ৯নং গড়দুয়ারায় উম্মে কুলসুমা, ৮নং মেখলে ইসলামি আন্দোলনের প্রার্থী কাজী মোহাম্মদ নাছির উদ্দীন।
সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বাতিল হওয়া প্রার্থীরা হলেন ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাউছার, মো. রফিক। ২নং ওয়ার্ডে তাজউদ্দীন, শুক্কুরমিয়া, মো. হোসেন, মো. সুমন। ৩নং ওয়ার্ডের রাশেদুল আলম, জগির। সংরক্ষিত আসনের প্রার্থী (ফতেপুর) সীমা পারভিন ঝর্ণা, চিকনদন্ডী ইউনিয়নের উর্মিলা সেন (সংরক্ষিত আসন)। ৭নং ওয়ার্ডের সৈয়দ মোহাম্মদ হোসাইন, আজিম উদ্দিন। গুমানমর্দ্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাশেদুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ। দক্ষিণ মার্দাশার ৫নং ওয়ার্ডের আহমদ উল্লাহ্‌। ছিপাতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. নাসিম উদ্দিন।
বাতিলকৃত চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ। এদিকে আগামী ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ নভেম্বর। নির্বাচনি প্রচারণা শুরু হবে ১৩ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলাম মুক্তি ও শান্তির ধর্ম
পরবর্তী নিবন্ধডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা