হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় ২৮ টুকরা (সাড়ে ৪১ ঘনফুট) সেগুন ও আকাশমনি গোল কাঠ জব্দ করেছে বন বিভাগ। বুধবার রাতে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের হাটহাজারী রেঞ্জের আওতাধীন মন্দাকিনী বিট এলাকায় পাচারের সময় চাঁদের গাড়ি সহ কাঠগুলো জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা
বন্ বিভাগ সূত্রে জানা যায়, হাটহাজারী রেঞ্জের আওতাধীন মন্দাকিনী বিট এলাকায় চাঁদের গাড়িতে করে পাচারের সময় চট্রগ্রাম উত্তর বন বিভাগের নির্দেশে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী-এর নেতৃত্বে মন্দাকিনী বিট কর্মকর্তারা গাড়িসহ এসব কাঠ জব্দ করেন।
আটককৃত বনজদ্রব্য ও গাড়ি নাজিরহাট কাঠের ডিপো হেফাজতে রাখা হয়।
জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। হাটহাজারী স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মন্দাকিনী বিট এলাকায় চাঁদের গাড়িতে করে পাচারের সময় চাঁদের গাড়িসহ ২৮ টুকরা কাঠ জব্দ করি। আটককৃত চাঁদের গাড়ি ও বনজদ্রব্য নাজিরহাট কাঠের ডিপো হেফাজতে রাখা হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে।” বন রক্ষায় তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।