হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি চাঁদের গাড়ি ভর্তি ৫শ মণ পাহাড়ি অবৈধ কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। কাঠ গুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ার মোহছনা পাড়া এলাকা থেকে এসব জব্দ করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, গত শুক্রবার দিবাগত রাতে সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ ভাবে কাঠ পাচারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৫শ মণ কাঠ ও দুইটি চাঁদের গাড়ি জব্দ করা হয়।