হাটহাজারীতে চাঁদাবাজদের ছুরিকাঘাতে আহত শাহাদাৎ হোসেন(৪৭) নামে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও তার স্বজনরা।
তিনি বর্তমানে চমেক হাসপাতালের ২৪নং ওয়ার্ডের ৩০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় প্রবাসী আবুল হাসেম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর লিখিত অভিযোগটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রহণ করে মামলা হিসাবে রেকর্ড করেন।
এই ঘটনায় ১নং বিবাদী মো. খায়রুল ইসলাম প্রকাশ জিহানকে পুলিশ গতকাল রবিবার রাতে গ্রেফতার করে।
জিহান আনার আলী টেন্ডারের বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, প্রবাসী আবুল হাসেম ৪৪ বছর প্রবাসে অবস্থান করে তার সঞ্চিত অর্থ দিয়ে ফতেয়াবাদ এলাকায় এক ঠিকাদারের মাধ্যমে একটি পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। বাড়ি নির্মাণ কাজ শুরু করার পর একটি চিহ্নিত চাঁদাবাজ গ্রুপ তার এবং নিয়োজিত ঠিকাদারে কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেই চাঁদাবাজ গ্রুপটি গত ৩ মার্চ দিন-দুপুরে ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে হামলা চালিয়ে প্রবাসী আবুল হাসেম ও ঠিকাদার শাহাদাৎ হোসেনের ওপর হামলা চালিয়ে ছুরিকাহত করে।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আঘাত গুরুতর হওয়ায় শাহাদাৎ হোসেনকে চমেক হাসপাতালে প্রেরণ করে।











