হাটহাজারীতে চাঁদা দাবির অভিযোগ, আটক ২

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বসতঘর নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব- ৭। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে হাটহাজারী পৌরসভার আলীপুর থেকে আটক করা হয়। চট্টগ্রাম র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় ফুজিলিতুন নাহার রিপা নামে এক মহিলা তার বসত বাড়িতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা ভুক্তভোগীর নিকট ঘর নির্মাণের অনুমতি বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ভুক্তভোগী ফজিলিতুন নাহার রিপা বেগমকে চাঁদা না দিলে বসত বাড়িতে বালি ভরাট করতে দিবে না মর্মে হুমকি প্রধান করে। ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ শামসুকে ১০ হাজার টাকা প্রধান করেন এবং তার বসত বাড়িতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন।
১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার সময় ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা তার বসতবাড়িতে বালি ভরাট করা জন্য দুই ট্রাক বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ির সামনে পৌছালে একটি ট্রাক বালি আনলোড করে অপর ট্রাক আনলোড করা সময় চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপার নিকট আরো ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। পরে ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। র‌্যাব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো. শামসু (২৪) ও মো. মাসুদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও ছিনতাই করে চাঁদা আদায় করে আসছে। তাদের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহবু মায়েদের দুশ্চিন্তা কমাল নগদ
পরবর্তী নিবন্ধঅন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রেরণা যোগায় বিতর্ক