হাটহাজারীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন। বক্তব্য রাখেন চেয়ারম্যানদের পক্ষে সরোয়ার মোরশেদ তালুকদার, মুজিবুর রহমান, নূরুল আহসান লাভু, হারুন অর রশীদ, জায়নুল আবেদিন ও আকতার হোসেন খান সুমন।
সভায় জানানো হয়, সরকার দেশের কিশোর-কিশোরীদের আগামীতে নেতৃত্বের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫টি কিশোর-কিশোরী ক্লাব গঠন করেছে। ক্লাবে ১০ জন ছেলে ও ২০ জন মেয়েকে সদস্য করা হয়েছে। ১৫টি ক্লাবে একজন সংগীত শিক্ষক, একজন আবৃত্তি শিক্ষক, একজন কারাতে প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। একজন সুপারভাইজার তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
যে ইউনিয়নে এই ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্য প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সংগীত, আবৃত্তি ও কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করবেন। এই কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত শিক্ষকদের সরকারিভাবে সম্মানীও প্রদান করা হচ্ছে। ইউপির নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ সরকারের এই কার্যক্রম যথাযথ হচ্ছে কিনা, না হলে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক দপ্তরকে অবহিত করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়।