হাটহাজারীতে চট্টগ্রাম জেলা পরিষদের মানবিক সহায়তা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদের সদস্য অ্যাড. উম্মে হাবিবা হাটহাজারী ডাকবাংলোয় এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে হাটহাজারী ও ফটিকছড়ি দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করেন। দুই উপজেলার গড়দুয়ারা, নাঙ্গলমোরা, ফটিকছড়ির সমিতিরহাট, লেলাং ও সুয়াবিল ইউনিয়নের মেম্বার, সংরক্ষিত আসনের সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের শোক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গণমাধ্যমকর্মীরা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার