হাটহাজারীর এনায়েতপুর এলাকায় এক রাতে তিনটি গরু চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সৃজন দাশ নামে এক গৃহস্থের বাড়ি থেকে গরু তিনটি চুরির ঘটনা ঘটেছে। বসতঘরের সদর দরজায় চোর বাহির থেকে শিকল আটকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
মির্জাপুর ইউপির সাবেক মেম্বার রুপেন কুমার শীল জানান, গত শুক্রবার রাতে সৃজন ও তার পরিবার যথারীতি রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে গরু বেঁধে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ। পরে পরিবারের লোকজনের শোর চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজার বাহিরের আটকানো শিকল খুলে দেয়। এরপর সৃজনের পরিবার ঘোয়াল ঘরে গিয়ে দরজা খোলা দেখে গরু চুরির বিষয়টি নিশ্চিত হয়। চুরি হয়ে যাওয়া তিনটি গরুর মধ্যে দুইটি গাভী ও একটি বাচুর। গরুগুলোর দাম তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।












