হাটহাজারীতে রাশেদা আক্তার বাচু (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত শনিবার রাত দশটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ি এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। গৃহবধূ বাচু একই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।
স্থানীয় মাতব্বর খালেক জানান, কয়েকদিন পূর্বে স্বামী গুরা মিয়া –স্ত্রী বাচু এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে তাদের মধ্যে ঝগড়া হলে বাসায় ফিরে আসেন। গত শুক্রবার গৃহবধূর ভাইয়েরা এসে স্বামী সিএনজি টেক্সিচালক গুরা মিয়াকে মারধর করেন। এদিকে গত শনিবার বিকালে স্বামী গুরা মিয়া নিজ বাসায় ফিরে এসে দেখেন তার স্ত্রী বাচু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রশিতে ঝুলতে দেখে স্বামী গুরা মিয়া স্ত্রীকে বাঁচাতে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামানোর সময় স্ত্রীর মাথায় আঘাত লাগে। আত্মহত্যা করার আগে বাচু ৪ পাতা ঘুমের ওষুধও খেয়েছিলেন বলে জানান মাতবর খালেক। স্বামী গুরা মিয়া তার শ্বশুর বাড়ির লোকজনদের ফোন করে ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাইয়েরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার এসআই মনিরুজ্জামান জানান, তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে। আজ (গতকাল রবিবার) লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, নিহত গৃহবধূর মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী গুরা মিয়াকে আটক করা হয়েছে।