হাটহাজারীতে খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সরকারি খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তবে স্থাপনা নির্মাণকারীর দাবি এই জায়গা তার নিজস্ব। এই জায়গায় তিনি তার প্রয়োজনে স্থাপনা নির্মাণ করছেন। কোনো লোক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ করছেন।

জানা যায়, উপজেলা ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কাটাখালী খাল সংলগ্ন খালের ভাঙন রোধের জন্য ব্লক এলাকায় স্থানীয় মো. ইসহাক নামে এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন। ওই জায়গা তার নিজস্ব বলে তিনি দাবি করছেন। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার ওয়ার্ডের মেম্বারকে বিষয়টি দেখার জন্য পাঠিয়েছেন বলে জানান।

৭ নং ওয়ার্ডের মেম্বার মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। তিনি বলেন, কথিত ব্যক্তি খালের পাড়ে খুঁটি দিয়ে বেড়া দিচ্ছেন ভাঙন রোধের জন্য। কিন্তু খালের ভিতরে যাননি।

কাটাখালী খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি জানতে ইউএনওকে ফোন করলে তিনি তাঁর প্রতিনিধি পাঠিয়ে সত্যতা যাচাই করবেন বলে জানান। যদি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয় তাহলে তা উচ্ছেদ করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির ডাক এসেছিল যেদিন
পরবর্তী নিবন্ধবিদ্যুতের খুঁটির জন্য অবৈধ লেনদেন না করতে মাইকিং