হাটহাজারীতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উদ্যোগে সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা ও সরকারহাট শাখার পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মো. ইসহাকের সভাপতিত্বে এ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
হাটহাজারী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান, ইব্রাহিম, রুকন, ইসমাইল, ইমরান, মঈনুল করিম চৌধুরী, কাজী শাহেদ করিম, শাহেদ, জান্নাতুন নূর, ইফাত রেহুনেমা, আব্দুস শুকুর, ফারহানা সুলতানা, মাসুদ, জমির উদ্দিন ও মাহবুবুল কবির।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার আমির ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধসিআরবিতে স্থাপনা নির্মাণ প্রকল্প সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে