হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাজিম উদ্দিন ওয়াসিম নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ শিকদার পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করেছেন।