হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে গতকাল বুধবার কর্তনকারীকে ৫০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জানে আলম নামে উক্ত টপসয়েল কর্তনকারী এক্সেভেটর সহযোগে কৃষি জমির টপসয়েল কর্তন করছিলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গ্রামপুলিশের মাধ্যমে কর্তনকারীকে আটক করা হয়। টপসয়েল কর্তনকারী জানে আলম মির্জাপুর এলাকার বাসিন্দা।

কৃষি জমির মাটি কর্তনের দোষ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়।কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী ইউ এন ও মো. শাহিদুল আলম ।

পূর্ববর্তী নিবন্ধসিলেট স্ট্রাইকার্সে আরও দুই বিদেশি
পরবর্তী নিবন্ধপটিয়ায় গোল্ডকাপ ফুটবলে আবাহনীর জয়লাভ