হাটহাজারীতে কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী কৃষকদল হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনবিার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক মো. শাহাদাত ওসমানের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ আল্‌ ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষক দলের আহবায়ক মো. বদিউল আলম বদরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, সদস্য সচিব মো. নাজিমউদ্দীন শাহীন, উত্তম কুমার দাশ, এরশাদুর রহমান মুরাদ, মো. ইমরান চৌধুরী, মো. মোজাফফর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. জাহেদ মাস্টার। বক্তারা বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচ্য বিষয়গুলো সাধারণ জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীরা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক
পরবর্তী নিবন্ধকাজী গোলাম আহাদ সড়কের নামকরণ ফলক উন্মোচন