হাটহাজারীতে মো. আব্দুস সালাম (৪৫) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়ার মৃত ডাঃ সামশুল আলমের পুত্র। তিনি ওই ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কৃষকলীগ নেতা আব্দুস সালামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মারধর, জোরপূর্বক জায়গাজমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে গত ৩ সেপ্টেম্বর উল্লেখিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে আর গতকাল বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।