হাটহাজারীতে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর গতকাল রবিবার ২য় দফা কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ বিতরণ করেন। করোনার ২য় ঢেউ মোকাবেলার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার এ প্রণোদনায় হাইব্রিড বীজ বিতরণ কার্যক্রম গ্রহন করেন। উপজেলার ১৪ টি, ইউনিয়ন, ১ টি পৌরসভা ও ১টি সিটি কর্পোরেশন ওয়ার্ডের ১২শ ৫০ জন কৃষকের মধ্যে এসব বীজ বিতরন করেন। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা সংগ্রহ বীজ বিতরনের জন্য সরকারি নির্দেশনা অনুসরন করা হয়। বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আবদুল্লাহ ওয়াহেদ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও উপ সহকারী কমিউনিটি কৃষি কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফাদার গাস্তঁ রোবের্জ: চলচ্চিত্রের নিবেদিত পুরোহিত
পরবর্তী নিবন্ধহাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল