হাটহাজারীতে কিশোর অপহরণের অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ এলাকা থেকে গত মঙ্গলবার মো. ওমর ফারুক (১৯) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় নুর আলী হাজীর বাড়ির সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মিলেনি তার খোঁজ। অপহৃত কিশোর ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের লালিয়ারহাট তৈয়বিয়া পাড়ার ট্রাক চালক মো. জানে আলমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুর আলী হাজীর বাড়ির বিপরীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে একটি গ্যারেজে কাজ করেন ওমর ফারুক। গত মঙ্গলবার তার কর্মস্থলের বিপরীতে একটি জামে মসজিদ থেকে আসরের নামায আদায় করে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় মহাসড়কের পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি মাইক্রেবাস নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ওমর ফারুককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি ফারুককে তুলে নেয়ার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা কিছু না বলেই ফারুককে নিয়ে উত্তরে নন্দীরহাটের দিকে চলে যায়। কিছুক্ষণ পর মাইক্রেবাসটি চট্টগ্রাম শহরের দিকে দ্রুত গতিতে যেতে দেখে স্থানীয় কিছু যুবক ধাওয়া করেও মাইক্রোবাসটি ধরতে পারেনি।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ফারুকের বাবা জানে আলম হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ ও র‌্যাবের পৃথক দুটি টিম অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানায় স্থানীয়রা।
গ্যারেজ মালিক মো. হোসেন বলেন, ওমর ফারুক অত্যন্ত শান্ত এবং ভদ্র স্বভাবের ছেলে। অত্যন্ত গরিব পরিবারের সন্তান। এভাবে তাকে কারা, কেন তুলে নিয়ে গেল আমার বোধগম্য নয়। সে কোন অপরাধের জড়িত বলে জানা নেই বলে উল্লেখ করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এইটা অপহরণ নাকি অন্য কিছু তদন্ত করা হচ্ছে। মাইক্রোবাসটির নম্বর ও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ছে স্পিডবোটের ভাড়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ১৮ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার